Logo

এম উমর নূরী

সঠিক শিক্ষা নিঃসন্দেহে একটি আদর্শ জাতি গড়ার প্রধান কারিগর। সেই শিক্ষার মধ্যে আবশ্যিকভাবে যেমন দ্বীনী শিক্ষা থাকতে হবে তেমন অপরিহার্যভাবে জাগতিক শিক্ষাও থাকতে হবে। ধর্মবিমুখ জাগতিক শিক্ষা কিংবা জীবনবিমুখ ধর্মীয় শিক্ষা কোনটাই জাতির আদর্শিক বিকাশ ও মানসিক সমৃদ্ধির জন্য পূর্ণাঙ্গ ও যথেষ্ঠ নয়। তাই জাতির সার্বিক সাফল্যের জন্য অত্যন্ত প্রয়োজন প্রচলিত দ্বিমুখী শিক্ষার জন্য উম্মুল কুরা একাডেমী একটি ভারসাম্যপূর্ণ সমন্বয় ও সংস্কার। সর্বোপরি কুরআন- সুন্নাহভিত্তিক এমন একটি সর্বাঙ্গীন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যা মানুষের ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির বার্তা বয়ে আনবে।
কুরআন শিক্ষা কার্যক্রমকে তিনটি স্তরে সাজানো হয়েছে। বিশুদ্ধ তিলাওয়াত, বিশ্বমানের হিফযুল কুরআন । সময় ও শ্রেণী অনুপাতে উম্মুল কুরা একাডেমিতে উক্ত তিন স্তরে শিক্ষার্থীদের সর্বোচ্চ দক্ষতা অর্জনের চেষ্টা করা হয়।আরবী, বাংলা, ইংরেজি এই তিন ভাষার উপর পূর্ণ গুরুত্বারোপ করা হয়। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদেরকে এই তিন ভাষায় পঠন, লিখন, কথন ও শ্রবণ তথা ভাষাগত চতুর্মুখী দক্ষতায় সাবলীল ও পারদর্শী করে তোলা।
কুরআন, সুন্নাহ, আকীদা, ফিকহ সীরাত, ইসলামী ইতিহাস ইত্যাদি মৌলিক বিষয়াদি গুরুত্বসহ পাঠদান করা হয়। পাশাপাশি জীবন ও চরিত্র গঠন, দৈনন্দিন
মাসনূন আমল এবং ইসলামী সভ্যতা-সংস্কৃতির চর্চা ও বিকাশে সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়।
সর্বাধুনিক শিক্ষা উপকরণ ও মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বাংলা, ম্যাথমেটিক্স, ইংলিশ, সাইন্স, গ্লোবাল স্টাডিজ এবং আইসিটি ইত্যাদি বিষয়ে মানসম্মত শিক্ষা প্রদান করা হয়।
এম উমর নূরী
শিক্ষা সচিব
উম্মুল কুরা একাডেমী