Logo

Ahmad Nazi

‏بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين
জ্ঞান অর্জনের একমাত্র পথ হল শিক্ষা। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। সঠিক শিক্ষা নিঃসন্দেহে একটি আদর্শ জাতি গড়ার প্রধান কারিগর। সেই শিক্ষার মধ্যে আবশ্যিকভাবে যেমন দ্বীনী শিক্ষা থাকতে হবে তেমন অপরিহার্যভাবে জাগতিক শিক্ষাও থাকতে হবে। ধর্মবিমুখ জাগতিক শিক্ষা কিংবা জীবনবিমুখ ধর্মীয় শিক্ষা কোনটাই জাতির আদর্শিক বিকাশ ও মানসিক সমৃদ্ধির জন্য পূর্ণাঙ্গ ও যথেষ্ঠ নয়।যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির প্রতিযোগীতায় নিজের স্থানটি অক্ষুন্ন রেখে টিকে থাকতে হলে গুণগত মান সম্পন্ন শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতির পেছনে সরকারের সাথে সাথে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এ ব্যক্তি উদ্যোক্তাদের অবদান কম নয়। আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। ভবিষ্যতে তারাই দেশ ও জাতির প্রত্যাশা পূরণে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই শিশু কিশোরদের শিক্ষিত সুনাগরিক ও অনুপম চরিত্র গঠনের উপযোগী শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখেই প্রচলিত শিক্ষার সাথে সামাজিক ও ধর্মীয় মুল্যবোধ সমৃদ্ধ আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে উম্মুল কুরা একাডেমী। প্রতিষ্ঠা লগ্ন থেকে নিজস্ব বৈশিষ্ট্য ও স্বতন্ত্রতায় শিক্ষার্থীদের বহুমুখী সুপ্ত প্রতিভাকে বিকশিত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে প্রতিষ্ঠানটির গুনগত মান অক্ষুন্ন রেখে এগিয়ে যাচ্ছে। আগামীতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এত অল্প সময়ে এতটা সুনাম অর্জন ও যুগোপযোগী মানসম্মত শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো সম্ভব হত না যদি শিক্ষকবৃন্দ, তাদের সুনিপুন বিচক্ষণতা, কঠোর পরিশ্রম ব্যবস্থা সর্বোপরি শিক্ষার্থীদের শিক্ষা, কল্পনা,সৃজন শক্তির লালন, বিকাশ ও প্রসার সাধনে তৎপর না হতেন।
নতুন শতাব্দী পৃথিবীতে পা রেখেছে নতুন অঙ্গীকার নিয়ে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য মন্ডিত “উম্মুল কুরা একাডেমী” নব নব সম্ভবনা এবং দিগন্ত বিস্তৃত সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে আগামী প্রজন্মকে।
আমার দৃঢ় বিশ্বাস বর্তমানের মত সকলের ঐকান্তিক প্রচেষ্টা অব্যহত থাকলে
“উম্মুল কুরা একাডেমী” তার স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে শিক্ষা ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত রাখবে।

আহমদ নাজী
পরিচালক
উম্মুল কুরা একাডেমী